Local Install

Install WordPress on PC using Local by WP Engine

Localhost-এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো Local WP Engine Software ব্যবহার করা। এটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য যারা ওয়ার্ডপ্রেস শিখছেন বা নতুন কোনো ওয়েবসাইট ডেভেলপ করছেন। Local Software ওয়েবসাইট তৈরি, টেস্টিং এবং ডিবাগিং প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করে তোলে, যা ডেভেলপারদের জন্য এক দুর্দান্ত সমাধান।

মাত্র ০৪টি ধাপেই আপনি Local Software ব্যবহার করে আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন।

চলুন শুরু করা যাক।

-> https://localwp.com/ থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে।

Download for free তে ক্লিক করলে একটি উইন্ডো open হবে। সেখানে আপনার Platform (OS), First Name, Last Name, Organization type এবং email address দেওয়ার পর GET IT NOW বাটন এ ক্লিক করলে +local software টি Download শুরু হবে।

-> Install Local: সকল সাধারণ software যেভাবে install করতে হয় সেভাবে এই সফটওয়্যা টি install করতে হবে। ( setup file এর উপর double click করে)

step-2: Setup Site

-> Local সফটওয়্যার ওপেন করুন এবং “Create a New Site” অথবা বাম পাশে নিচের প্লাস (+) আইকনে ক্লিক করুন।

-> Create a new site এক ক্লিক করে Continue button এ ক্লিক করতে হবে।

-> ওয়েব সাইটের একটি নাম (আমার ক্ষেত্রে wpweb) দিয়ে Continue button এ ক্লিক করতে হবে।

website name local host Local setup
website name local host Local setup

Step-3: Setup Environment

  1. Preferred” অপশন সিলেক্ট করলে Local স্বয়ংক্রিয়ভাবে PHP, MySQL, এবং web server কনফিগার করে দেবে।
  2. যদি নিজে কাস্টম কনফিগারেশন করতে চান, “Custom” অপশন সিলেক্ট করে PHP ভার্সন, ওয়েব সার্ভার (nginx/apache), এবং MySQL ভার্সন সিলেক্ট করুন।
  3. Continue চাপ দিন।
Preferred Option
Custom Option

Step-4: Setup WordPress

  1. ইউজারনেম, পাসওয়ার্ড এবং ইমেইল ঠিকানা লিখুন (যেটা WordPress লগইনের জন্য দরকার)।
  2. “Add Site” বাটনে ক্লিক করুন।
  3. কোন pop up window আসলে allow করতে হবে। Local স্বয়ংক্রিয়ভাবে WordPress ইন্সটল করে দেবে।

Step-5: Visit Website and Login Dashboard

Login Dashboard

  1. WP Admin বাটনে ক্লিক করুন অথবা ব্রাউজারে http://wpweb.local/wp-admin এ যান।
  2. ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে Dashboard এ লগইন করুন।

Visit Website

  1. ইন্সটল সম্পন্ন হলে “Open Site” বাটনে ক্লিক করে আপনার লোকাল সাইট ব্রাউজারে ওপেন করুন।
  2. Stop site button এ ক্লিক করে server stopকরতে হবে.
Local Control Panel

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.