Install WordPress on CPanel
আজকের আর্টিকেলে আমরা CPanel এ কিভাবে WordPress ইন্সটল করতে হয় সেটা দেখব। মাত্র ধাপেই আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারব।
চলুন শুরু করা যাক।
Step-1:Log in to cPanel and locate the Softaculous Apps Installer
- প্রথমে আপনাকে আপনার CPanel এ লগিন করতে হবে।
- লগিন করার পর আপনি Softaculous Apps Installer অথবা Cpanel এর বাম পাশে WordPress Manager by Softaculous খুজে বের করুন।
- Softaculous Apps Installer থেকে WordPress অথবা WordPress Manager by Softaculous এ ক্লিক করুন।

Step-2: Software Setup
- Choose Protocol: যদি আপনার SSL Certificate Install করা থাকে তাহলে অবশ্যই https:// Protocol সিলেক্ট করুন। আপনি আপনার ডোমেইন নামের সাথে www রাখতে চাইলে https://www. সিলেক্ট করুন।
- Choose Domain: আপনার হোস্টিং এ যদি একাধিক ডোমেইন থাকে তাহলে ড্রপ-ডাউন থেকে আপনি যে ডোমেইনে WordPress ইন্সটল করতে চান সেই ডোমেইন সিলেক্ট করুন।
- in Directory (Optional): এটি অপশনাল। আপনি যদি আপনার ডোমেইনের মুল ডিরেক্টরিতে WordPress Install করতে চান তাহলে এই অপশন টি খালি রাখুন। যেমনঃ আপনার Domain name হচ্ছে mydomain.com । এখন আপনি mydomain.com/mywebsite( এটি ডিরেক্টরির নাম। আপনি চাইলে যে কোন নাম দিতে পারেন ) এই ডিরেক্টরিতে WordPress Install করতে চান তাহলে In Directory তে mywebsite লিখুন। আর আপনি যদি শুধু মাত্র mydomain.com এই ইউআরএল এ ইন্সটল করতে চান তাহলে option টি খালি রাখুন।
- Choose the WordPress Version: ড্রপডাউন থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যে version টি ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করুন।

Step-3: Site Setting
- Site Name: আপনার সাইটের নাম লিখুন। এটি আপনি পরে পরিবর্তন করতে পারবেন।
- Site Description: আপনার সাইটের Description লিখুন। এটিও আপনি পরে পরিবর্তন করতে পারবেন।
- Enable Multisite (WPMU): আপনি যদি শুধুমাত্র একটি সাইটের জন্য WordPress Install করতে চান তাহলে এই অপশন টি Disable ( Default ভাবেই Disable থাকে) রাখতে হবে। অর্থাৎ এই অপশন টি পরিবর্তনের প্রয়োজন নেই।
- Disable WordPress Cron: এই অপশনটিও পরিবর্তন করার কোন প্রয়োজন নাই।

Step-4: Admin Account
- Admin Username: এখানে আপনার Admin Username দিতে হবে। এটি আপনার ওয়ার্ডপ্রেস Dashboard এ লগিন করতে প্রয়োজন হবে।
- Admin Password: এখানে আপনার Admin Password দিতে হবে। এটি আপনার ওয়ার্ডপ্রেস Dashboard এ লগিন করতে প্রয়োজন হবে।
- Admin Email: এখানে আপনার admin email লিখুন।

Step-5: Select Plugins ( Depends on Hosting)
এই অপশন টি আপনার হোস্টিং এর নির্ভরশীল। আপনি যদি namecheap এর hosting ব্যবহার করেন তাহলে প্রয়োজনীয় অনেকগুলো প্লাগিনের প্রো ভার্শন ফ্রীতেই পেয়ে যাবেন।

Step-6: Advanced Options
- Database Name: এই অপশন থেকে আপনার ডাটাবেসের নাম পরিবর্তন করতে পারবেন।
- Table Prefix: এই অপশন ব্যবহার করে আপনি wordpress database table এর Prefix পরিবর্তন করতে পারবেন। এটি পরিবর্তন করলে আপনার সাইটের সুরক্ষা বৃদ্ধি পাবে।

Step-7: Install
উপরের সবগুলো step শেষ হলে আপনি install button এ ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ইন্সটল শুরু হয়ে যাবে। Email installation details to: এর স্থলে আপনার email address দিলে installation এর details আপনার ইমেইলে চলে যাবে।
