How to login wordPress admin dashboard
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন পরিবর্তন অথবা নতুন কোন পোস্ট (Post) বা পেইজ (Page) Create করার জন্য অবশ্যই আপনাকে Login করতে হবে। Login করার জন্য সাধারণত লিংকে যেতে হবে। এখানে yourdomainname এর পরিবর্তে আপনার actual domain টি হবে।
যেমনঃ আমার ওয়েব সাইটের ডোমেইন হলো wptoolspro.store । তাহলে আমার Dashboard এ লগিন করার লিংক হবে https://wptoolspro.store/wp-admin
Login Page এ user name এবং Password লিখে Log in বাটন এ ক্লিক করলে অথবা keyboard এর Enter Key তে চাপ দিলে WordPress এর Dashboard login হয়ে যাবে।
আপনি যদি pasword ভুলে যান তাহলে Lost your password? Link এ ক্লিক করে আপনার password নতুন করে সেট করা যাবে।