WordPress Setup on Cpanel
|

Install WordPress on CPanel

আজকের আর্টিকেলে আমরা CPanel এ কিভাবে WordPress ইন্সটল করতে হয় সেটা দেখব। মাত্র ধাপেই আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারব।

চলুন শুরু করা যাক।

Step-1:Log in to cPanel and locate the Softaculous Apps Installer

  1. প্রথমে আপনাকে আপনার CPanel এ লগিন করতে হবে।
  2. লগিন করার পর আপনি Softaculous Apps Installer অথবা Cpanel এর বাম পাশে WordPress Manager by Softaculous খুজে বের করুন।
  3. Softaculous Apps Installer থেকে WordPress অথবা WordPress Manager by Softaculous এ ক্লিক করুন।

Step-2: Software Setup

  1. Choose Protocol: যদি আপনার SSL Certificate Install করা থাকে তাহলে অবশ্যই https:// Protocol সিলেক্ট করুন। আপনি আপনার ডোমেইন নামের সাথে www রাখতে চাইলে https://www. সিলেক্ট করুন।
  2. Choose Domain: আপনার হোস্টিং এ যদি একাধিক ডোমেইন থাকে তাহলে ড্রপ-ডাউন থেকে আপনি যে ডোমেইনে WordPress ইন্সটল করতে চান সেই ডোমেইন সিলেক্ট করুন।
  3. in Directory (Optional): এটি অপশনাল। আপনি যদি আপনার ডোমেইনের মুল ডিরেক্টরিতে WordPress Install করতে চান তাহলে এই অপশন টি খালি রাখুন। যেমনঃ আপনার Domain name হচ্ছে mydomain.com । এখন আপনি mydomain.com/mywebsite( এটি ডিরেক্টরির নাম। আপনি চাইলে যে কোন নাম দিতে পারেন ) এই ডিরেক্টরিতে WordPress Install করতে চান তাহলে In Directory তে mywebsite লিখুন। আর আপনি যদি শুধু মাত্র mydomain.com এই ইউআরএল এ ইন্সটল করতে চান তাহলে option টি খালি রাখুন।
  4. Choose the WordPress Version: ড্রপডাউন থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যে version টি ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করুন।

Step-3: Site Setting

  1. Site Name: আপনার সাইটের নাম লিখুন। এটি আপনি পরে পরিবর্তন করতে পারবেন।
  2. Site Description: আপনার সাইটের Description লিখুন। এটিও আপনি পরে পরিবর্তন করতে পারবেন।
  3. Enable Multisite (WPMU): আপনি যদি শুধুমাত্র একটি সাইটের জন্য WordPress Install করতে চান তাহলে এই অপশন টি Disable ( Default ভাবেই Disable থাকে) রাখতে হবে। অর্থাৎ এই অপশন টি পরিবর্তনের প্রয়োজন নেই।
  4. Disable WordPress Cron: এই অপশনটিও পরিবর্তন করার কোন প্রয়োজন নাই।

Step-4: Admin Account

  1. Admin Username: এখানে আপনার Admin Username দিতে হবে। এটি আপনার ওয়ার্ডপ্রেস Dashboard এ লগিন করতে প্রয়োজন হবে।
  2. Admin Password: এখানে আপনার Admin Password দিতে হবে। এটি আপনার ওয়ার্ডপ্রেস Dashboard এ লগিন করতে প্রয়োজন হবে।
  3. Admin Email: এখানে আপনার admin email লিখুন।

Step-5: Select Plugins ( Depends on Hosting)

এই অপশন টি আপনার হোস্টিং এর নির্ভরশীল। আপনি যদি namecheap এর hosting ব্যবহার করেন তাহলে প্রয়োজনীয় অনেকগুলো প্লাগিনের প্রো ভার্শন ফ্রীতেই পেয়ে যাবেন।

Step-6: Advanced Options

  1. Database Name: এই অপশন থেকে আপনার ডাটাবেসের নাম পরিবর্তন করতে পারবেন।
  2. Table Prefix: এই অপশন ব্যবহার করে আপনি wordpress database table এর Prefix পরিবর্তন করতে পারবেন। এটি পরিবর্তন করলে আপনার সাইটের সুরক্ষা বৃদ্ধি পাবে।

Step-7: Install

উপরের সবগুলো step শেষ হলে আপনি install button এ ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ইন্সটল শুরু হয়ে যাবে। Email installation details to: এর স্থলে আপনার email address দিলে installation এর details আপনার ইমেইলে চলে যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.