Install WordPress on PC using Xampp
ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা লোকাল কম্পিউটারে ইনস্টল করে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে পারেন।
আপনি যদি locally অর্থাৎ আপনার পিসিতে বা ল্যাপটপে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান তাহলে আপনাকে একটি ওয়েব সার্ভার( যেমনঃ Apache), একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ( পিএইচপি) এবং একটি ডাটাবেজ সফটওয়্যার (MySQL) ইন্সটল করার প্রয়োজন হবে। এখন আলাদাভবে এই সফটওয়্যার গুলো ইন্সটল করা সময়সাপেক্ষ এবং কঠিন।
Xampp ইন্সটল করার মাধ্যমে এই সকল সফটওয়্যারে একটি প্যাকেজ আকারে ইন্সটল হয়ে যায়। যার ফলে কম সময়ে এবং সহজে ওয়ার্ডপ্রেস লোকাল ডেভেলপমেন্ট Environment তৈরি করা যায়।
Xampp( পূর্ণরূপ Cross(X)-platform, Apache, Mysql, PHP and Perl) হলো লোকাল সার্ভার বা নিজস্ব কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করার জন্য Xampp সব থেকে ভাল একটি সফটওয়্যার। এটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, টেস্টিং ইত্যাদি কে অনেক সহজ করে দেয়। Xampp এর মাধ্যমে আমরা Domain এবং Hosting ছাড়াই একটি ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতে পারি।
এই আর্টিকেলে আমারা কিভাবে Xampp ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপিং এবং টেস্টিং করার জন্য একটি লোকাল সার্ভার বানানো যায় তা শিখব।
মাত্র ০৫টি ধাপে আমরা সম্পূর্ণ সেটআপটি শেষ করতে পারব।
চলুন শুরু করা যাক।
Step-1: Install the Xampp Software
- প্রথমে XAMPP এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Windows, Mac, বা Linux এর জন্য উপযুক্ত ভার্সন ডাউনলোড করুন।
- ডাউনলোড করা ফাইলটি চালু করে ইন্সটল করুন।
- ইন্সটল হওয়ার পর XAMPP Control Panel চালু করুন এবং Apache ও MySQL সার্ভার Start করুন।
Step-2: Download and Install WordPress
- WordPress.org থেকে সর্বশেষ ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করুন।
- ডাউনলোড করা ফাইলটি C:\xampp\htdocs (Windows) অথবা /Applications/XAMPP/htdocs/ (Mac) ফোল্ডারে আনজিপ করুন।
- আনজিপ করা ফোল্ডারের নাম পরিবর্তন করে আপনার পছন্দমতো দিন (যেমন, “mywebsite”).
Step-3: Create Database
- ব্রাউজারে গিয়ে http://localhost/phpmyadmin/ টাইপ করুন।
- Databases ট্যাবে গিয়ে নতুন ডাটাবেজ তৈরি করুন (যেমন: “wordpress_db”).
- utf8_general_ci সিলেক্ট করে Create বাটনে ক্লিক করুন।
Step-4: Setup the WordPress
- ব্রাউজারে গিয়ে http://localhost/mywebsite/ টাইপ করুন।
- ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন পেজ আসবে। ভাষা নির্বাচন করে Continue বাটনে ক্লিক করুন।
- পরবর্তী পৃষ্ঠায় ডাটাবেজের তথ্য দিন:
- Database Name: wordpress_db
- Username: root
- Password: (ফাঁকা রাখুন)
- Database Host: localhost
- Submit এ ক্লিক করুন এবং Run the Installation বাটন চাপুন।
- ওয়েবসাইটের নাম, ইউজারনেম, পাসওয়ার্ড, এবং ইমেইল দিয়ে ফর্ম পূরণ করুন।
- Install WordPress বাটনে ক্লিক করুন।
Step-5: login to WordPress Dashboard
ইন্সটলেশন সম্পন্ন হলে http://localhost/mywebsite/wp-admin/ এ গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এখন আপনি আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন এবং ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট অনুশীলন করতে পারবেন।
এই প্রক্রিয়ার মাধ্যমে সহজেই লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ করে ব্যবহার করতে পারবেন। যদি কোনো সমস্যা হয়, মন্তব্যে জানাতে পারেন!