Generate WP Code

GenerateWP – A Toolset For WordPress developer

বর্তমানে ওয়ার্ডপ্রেস থিম/প্লাগিন ডেভেলপমেন্ট কে সহজ করার জন্য বেশ কয়েকটি AI Tools আছে। এর মধ্যে GenerateWP অন্যতম। এর বেশিরভাগ ফিচার ফ্রীতেই ব্যবহার করা যায়।
আজকের ব্লগ পোস্টে আমরা জানব GenerateWP আমাদের কি কি ফিচার অফার করে এবং সেগুলো ব্যবহার করে কত সহজে একটি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কোম্পোনেন্ট তৈরি করতে পারি।

চলুন শুরু করা যাক।

What is GenerateWP?

GenerateWP এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কাস্টম কোড জেনারেট করার মাধ্যমে বিভিন্ন ফিচার যেমনঃ Custom Post Type (CPT), Taxonomy, ShortCode, Widget, Query Loop, Menu ইত্যাদি খুব ইমপ্লিমেন্ট করতে পারবেন।

Generate-WP-Code_result
GenerateWP Home Screenshot

Features of GenerateWP

GenerateWP তে মোট ছয় ধরনের কোড জেনারেট করা যায়।

  1. Admin
    • Toolbar Generator
    • Dashboard Widgets Generator
    • Quicktags Generator
    • oEmbed Providers
    • User Contact Methods Generator
    • Setting Page
  2. Content
    • Shortcodes Generator
    • Post Type Generator
    • Meta Box Generator
    • Taxonomy Generator
    • Term Meta Generator
    • Post Status Generator
  3. Core
    • Hook Generator
    • wp-config.php Generator
    • Plugin Readme Generator
    • Schedule Cron Job Event
    • Register WordPress Scripts
    • Register WordPress Styles
  4. Design
    • Menu Generator
    • Sidebar Generator
    • Widgets Generator
    • Theme Support Generator
    • Default Theme Header Generator
  5. Query
    • WP_Query Generator
    • WP_User_Query Generator
    • WP_Comment_Query Generator
    • WP_Term_Query Generator
    • WP_Network_Query Generator
    • WP_Site_Query Generator
    • WP_Tax_Query Generator
    • WP_Meta_Query Generator
    • WP_Date_Query Generator
  6. General
    • Custom Snippet

কিভাবে GenerateWP ব্যবহার করবেন?

GenerateWP ব্যবহার করা খুবই সহজ:

  • প্রথমে GenerateWP.com ওয়েবসাইটে যান।
  • আপনার প্রয়োজন অনুযায়ী টুল নির্বাচন করুন (যেমন কাস্টম পোস্ট টাইপ, শর্টকোড, উইজেট ইত্যাদি)।
  • ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  • “Generate” বাটনে ক্লিক করুন।
  • জেনারেট হওয়া কোড কপি করে আপনার থিম বা প্লাগইনে যুক্ত করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.